শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল যুবক- মর্মান্তিক মৃত্যু বাংলায়

শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল যুবক।

author-image
Aniket
New Update
x

File Picture

পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা: আজ বৃহস্পতিবার প্রায় সাড়ে দশটা নাগাদ  মর্মান্তিক ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জাড়া গ্ৰামের রুই দাসপাড়া এলাকায়। জানা যাচ্ছে, শ্রীরাম রুইদাস নামের বছর ৩৫ এ যুবক বাড়িতে পুষে ছিলেন ২ কাকাতুয়া। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দুটিকে  স্নান করাতে নিয়ে এলে খাঁচা থেকে বেরিয়ে পরে একটি কাকাতুয়া , সেই পাখিকে বাঁচাতে গিয়ে পড়নে থাকা জিনিসপত্র বাড়ির সামনে পুকুরের পাড়ে খুলে রেখে ঝাঁপ দেয় পুকুরের জলে।

x

কাকাতুয়ার পেছন পেছন পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছায় সেইখানে গিয়ে দেখেন কাকাতুয়া পাখি মারা গিয়েছে , পাখিটিকে জল থেকে না তুলে পুকুরের পাড়ের দিকে আগিয়ে যায় এবং তখনই হঠাতে পাড়া-প্রতিবেশী লোকজন দেখে জলে সে হাবুডুবু খাচ্ছে। তাকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু তাকেও তাতে পাওয়া যায় না। অবশেষে খবর দেয়া হয় পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সে তারা এসে এই নিখোঁজ যুবকের খোঁজ শুরু করেছে। জানা যায়, ওই যুবক এর বয়স ৩৫ বাড়ি চন্দ্রকোনা ১ নাম্বার ব্লকের জাড়া গ্রামে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।