দুর্ঘটনায় জখম ব্যক্তিকে বাঁচানোর উপায় কী? আয়োজিত হল কর্মশালা

মহামূল্যবান ওই মুহূর্তটিতে আহতদের প্রাথমিক শুশ্রূষা ও মানসিক ভরসা জোগানোর জন্য একটি প্রাথমিক ধারণা থাকা আবশ্যিক। সেই মহতী উদ্দেশ্যকে সামনে রেখে বাঁকুড়া জেলার পুলিশ লাইনে CMOH বিষ্ণুপুরের উদ্যোগে আয়োজিত হল একটি কর্মশালা।

author-image
Pallabi Sanyal
New Update
CMOH বিষ্ণুপুর

CMOH বিষ্ণুপুর

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : দুর্ঘটনা ঘটে যাওয়ার মুহূর্ত থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার মধ্যবর্তী সময়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিটির জীবন আর মরণ একটি সূক্ষ্ম রেখার মাধ্যমে টানা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশ আহতদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তাই মহামূল্যবান ওই মুহূর্তটিতে আহতদের প্রাথমিক শুশ্রূষা ও মানসিক ভরসা জোগানোর জন্য একটি প্রাথমিক ধারণা থাকা আবশ্যিক। সেই মহতী উদ্দেশ্যকে সামনে রেখে বাঁকুড়া জেলার পুলিশ লাইনে CMOH বিষ্ণুপুরের উদ্যোগে আয়োজিত হল একটি কর্মশালা।