কারখানা দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের! তুমুল উত্তেজনা জামুড়িয়া জুড়ে

জামুড়িয়ায় কারখানা দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ছয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, কারখানা দুর্ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
 Cover (11).jpg

নিজস্ব সংবাদদাতা: কারখানায় দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জামুড়িয়ার ইকরা শিল্পতালুকে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কারখানা দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত শ্রমিকের নাম কিশোর কিশোরী। বয়স ৫২।

অগ্নিমিত্রা পাল কর্মী সমর্থকদের নিয়ে কারখানার ভেতরে ঢুকলে, সে সময় তৃণমূল কর্মীরাও জড়ো হয়ে পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন চক্রবর্তী উপস্থিত হন। তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন।