কারখানার ভেতরে কর্মরত অবস্থায় লরি চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের

কারখানার ভেতর লরি চাপা পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। দেহ লোপাটের অভিযোগ করে শ্রমিক ও স্থানীয়রা। মৃত শ্রমিকের দেহ ফেলে রেখে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে বামুনারা শিল্পতালুকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।  

author-image
Shroddha Bhattacharyya
New Update
FVAZ

নিজস্ব সংবাদদাতাঃ কারখানার ভেতরে কর্মরত অবস্থায় লরি চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতদেহ ফেলে রেখে তুমুল বিক্ষোভ দেখায় শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে যে, মৃত শ্রমিকের দেহ লোপাট করে দিচ্ছিলো কর্তৃপক্ষ। হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় উত্তেজিত স্থানীয়রা ভাঙচুর চালায় সেখানে।

VBFX

উত্তেজিত স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের একাংশ কর্তৃপক্ষকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায়। অভিযোগ অস্বীকার করে কারখানা কর্তৃপক্ষ। মৃত শ্রমিকের নাম সুজয় বিশ্বাস, বয়স ২৭। কারখানার ভেতরে ইতিমধ্যে কাঁকসা থানার পুলিশ পৌঁছেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই।

publive-image

 

Add 1