এক কোমর জল, বাংলা ঝাড়খন্ড যোগাযোগ বিচ্ছিন্ন, ক্ষুব্ধ এলাকাবাসী

ক্ষুব্ধ এলাকাবাসী।  

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
w

নিজস্ব সংবাদদাতা, বেলপাহাড়িঃ রাস্তার মাঝে এক কোমর জল। ফলে বাংলা এবং ঝাড়খন্ডের মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। স্কুল, স্বাস্থ্যকেন্দ্রে পৌছাতে কয়েক কিলোমিটার ঘুরপথের রাস্তা। জলে জমার ফলে ছোট গাড়ির চলালচল বন্ধ রয়েছে। জানা গিয়েছে বহু বছর ধরে একই সমস্যা রয়েছে। কিন্তু, সমস্যার সমাধান না হওয়ায় খুব্ধ এলাকাবাসী। জানা গিয়েছে বেলপাহাড়ি থানার সোন্দাপাড়া অঞ্চলের মুড়ারি গ্রামের রাস্তার উপর জমা জলে দুর্ভোগ তৈরি হয়েছে। পাশ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দুই রাজ্যের মধ্যে সংযোগকারি রাস্তাটিও জলমগ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, প্রায় তিন বছর ধরে বৃষ্টি হলেই মুড়ারি মেন রোড কার্যত পুকুরে পরিণত হয়ে যায়। পাশ্ববর্তী এলাকার জল এসে জমা হয়ে যায় এই রাস্তায়। এবারের অতি বৃষ্টির ফলে প্রায় এক কোমরের বেশী জল জমা হয়েছে ওই রাস্তায়। ফলে ছোটগাড়ি, ট্রেকার, অটো চলাচল বন্ধ রাখতে হয়েছে।  স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে যে, ওই রাস্তা পেড়িয়ে মুড়ার এইচ সি হাইস্কুল অথবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয় ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষদের। প্রায় ১৫টি গ্রামের মানুষকে হায়রানির শিকার হতে হয়। তারা আরও জানিয়েছেন যে, বার বার প্রশাসনকে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, শুধু জমা জলই নয়। নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত গোটা রাস্তারই অবস্থা বেহাল। প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচলতি সাধারণ মানুষকে। বিডিও নিজেও একাধিকবার এই সমস্যা সরজমিনে দেখে গেছেন। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি বলেই স্থানীয়দের অভিযোগ।