নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ খড়গপুর পুরপ্রধানকে অশ্লীল গালিগালাজ ও হেনস্তার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো খড়গপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর এলাকায়। গতকাল রাতে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে পোশাক ছাড়েন। সেই সময় কল্যাণী ঘোষের দরজায় মোহাম্মদ ইশান নামে এক তৃণমূলের কর্মী কাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য যাই।
কল্যাণী ঘোষকে ফোন করে বলেন কার সার্টিফিকেটে সই করার কথা। পুরো প্রধান বলেন পরের দিন সকালে এসে নিয়ে যেও। হঠাৎ করেই ফোনের মধ্যে মোহাম্মদ ঈশান নামে ওই তৃণমূল কর্মী গালিগালাজ শুরু করে দেয় পুরো প্রধানকে। কল্যাণী ঘোষ নিচে পৌঁছে বাড়ির দরজা খুললে তাকে ধাক্কা দেয় ওই তৃণমূল কর্মী বলে কল্যাণী ঘোষের অভিযোগ। এলাকার লোকেরা ওই তৃণমূল কর্মী মোঃ ঈশান কে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল রাতে পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পুরো প্রধান। মোহাম্মদ ঈশান কি পুলিশ গ্রেপ্তার করেছে। পুরো প্রধান নিজের প্রাণের আশঙ্কা বলে মনে করছেন।