পুজোর মুখেই ভয়াবহ অগ্নিকাণ্ড ! পুড়ে ছাই হয়ে গেল কাপড়ের দোকান, ক্ষোভ এলাকাবাসীর

পুজোর মুখেই ভয়াবহ অগ্নিকাণ্ড !

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
df

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ পুজোর মুখেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ শুক্রবার সাতসকালে দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সূত্র মারফত জানা গিয়েছে যে, স্থানীয়রা প্রথম দেখতে পান যে দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এরপরেই তারা কোকওভেন থানা এবং দমকলে খবর দেয়।  

তবে তারা অভিযোগ জানান যে, দমকলে খবর দেওয়া হলেও, তারা ঘটনাস্থলে প্রায় ঘন্টা দেড়েক পরে আসেন। এতে অগ্নিকাণ্ডের ভয়াবহতা আরও বেড়ে যায় বলেও তারা ক্ষোভ উগড়ে দেন। তারা আরও জানান যে, দোকানের সামনের অংশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দমকল দেরিতে আসার জন্য স্থানীয়রাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করে দেয়, নাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারতো। কারণ স্থানীয়রা মনে করেন যে, আগুনের লেলিহান শিখা পাশে থাকা ইলেকট্রিক পোলে লেগে যেতে পারতো।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, প্রায় দেড় ঘণ্টা পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দেরিতে আসার কারণ হিসেবে সিটি সেন্টার দমকল কেন্দ্রের আধিকারিক রহমান চৌধুরী জানান যে, ' ফোনের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার জেরে ফোন পেতে সমস্যা হয়েছে। ' এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। 

এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেবব্রত সাঁই জানান, '  নেটওয়ার্কের সমস্যার জন্যই এই দেরি হয়েছে। ' পুজোর ঠিক আগে এই ঘটনায় এখন রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ীরা।