ঢাকা সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আর্মড ফোর্স

এলাকায় চাঞ্চল্য।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশঃ বাংলাদেশ সচিবালয়ের মধ্যরাত ১টা ৫০ মিনিটে ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। ছড়িয়ে পড়ে আরও তিনটি ফ্লোরে। পরে ফায়ার সার্ভিসের আরও ২০টি ইউনিট যায় ঘটনাস্থলে গিয়ে কাজ করে ৬ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণ আগুন লেগেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। 
 

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন | | বাংলাদেশ প্রতিদিন

ঘটনাস্থলে ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির সদর দফতর। এছাড়া ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করছেন তারা। উল্লেখ্য, সচিবালয়ের ওই সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

Bangladesh Secretariat Fire: মধ্যরাতে আগুন বাংলাদেশ সচিবালয়ে, পুড়ে ছাই  বহু নথি, দুর্ঘটনা না অন্তর্ঘাত?