নিজস্ব সংবাদদাতা, কোলঘাটঃ কোলাঘাটের পয়াগ গ্রামে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে, গতকাল রাত দশটা নাগাদ পূর্ব মেদিনীপুরে জেলার কোলাঘাট থানার অন্তর্গত পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, দীর্ঘদিন ধরেই পয়াগ গ্রামের বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত রয়েছে।গতকাল রাত দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে কেপে উঠে এলাকা। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় নিহতের সুর্নিদিষ্ঠ কোনও সংখ্যা এখনও যানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০ জনের বেশি আহত হয়েছে। ঘটনার পরে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন।। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে যে, এর আগেও বিগত কয়েক বছরে একাধিকবার বিস্ফোরণ হতে দেখা গিয়েছে ওই এলাকায়। তারপরও কিভাবে চলছিল ওই অবৈধ্য বাজি কারখানা ? উঠছে প্রশ্ন। এছাড়াও, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে।