জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নয়নজুলিতে পড়ল গাড়ি

তদন্ত করছে পুলিশ।

author-image
Adrita
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ মেচেদা থেকে দীঘার দিকে যাওয়ার পথে একটি চার চাকা গাড়ি হলদিয়া মেছেদা জাতীয় সড়কের তমলুক থানার ভান্ডারবেড়িয়ার কাছে তিনজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এরপরে একটি গাছে ধাক্কা মারার পরে গাড়িটি উল্টে যায় নয়নজুলিতে।

জানা গিয়েছে গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে, গাছটিতে ধাক্কা মারার পরে, গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। জানা গিয়েছে ঘটনাস্থলে ছিলেন ২ জন স্থানীয় পথচারী, ১ জন মহিলা এবং গাড়ির মধ্যে আটকে থাকা এক ব্যক্তি। জানা গিয়েছে দুর্ঘটনার ভয়াবহতার ফলে ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে তাম্রলিত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। চারটি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।। তবে স্থানীয় ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। 

job digbijoy da