নিজস্ব প্রতিবেদন : ভোপালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে ১৩ বছর বয়সী সমীর বিল্লোর একটি শোভাযাত্রায় নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাড়ির সামনে যখন সাউন্ড বক্সের তুমুল শব্দে গান বাজছিল, তখন উৎসবে মেতে ওঠা মানুষজনের মধ্যে সে বেরিয়ে এসে নাচতে শুরু করে।
নাচতে নাচতে সমীর অসুস্থ হয়ে পড়লেও, ভিড়ে থাকা অন্যরা তার দিকে খেয়াল করেনি। ঘটনাটি দেখে সমীরের মা যমুনাদেবী ভয়ানক দুঃখে কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকেন। সমীরের হৃদযন্ত্রে আগে থেকেই কিছু সমস্যা ছিল, কিন্তু তিনি সুস্থ ছিলেন।
চিকিৎসকরা জানান, হৃদরোগের কারণে সমীরের মৃত্যু হয়েছে। সমীরের বাবা কৈলাস বিল্লোর অভিযোগ করেন যে, শোভাযাত্রার সময় মারাত্মক জোরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। ভোপাল শহরে দীর্ঘদিন ধরে সাউন্ড বক্সের শব্দের সমস্যা চলছিল, যা সুপ্রিম কোর্টের নির্দেশাবলী অমান্য করে চলছে। ভোপালের পুলিশ কমিশনারও এ বিষয়ে স্বীকার করেছেন যে, সাউন্ড বক্সের তাণ্ডব সামাল দিতে পুলিশ হিমশিম খাচ্ছে।