ভরা বিধানসভায় শুভেন্দুর গলায় জাস্টিস ফর আরজি কর

বিধানসভায় পেশ হলো কড়া ধর্ষণ বিরোধী আইন। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
CDKHCVK

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় বিল পেশ হবার পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "এই বিলকে আইনে পরিণত করার দায়িত্ব সরকারের। আমরা চাই অবিলম্বে এই আইন কার্যকর যাতে হয়।

suvendulie

আমরা এর জন্য অপেক্ষায় থাকবো। আমরা এর কোনও বিরোধিতা করবো না।

s

মুখ্যমন্ত্রী যা বলবেন আমরা বিনা প্রতিবাদে সব শুনবো। মুখ্যমন্ত্রী আপনাকে এর গ্যারান্টি দিতে হবে।"