নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : পুজোর মুখে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। বাড়ছে উদ্বেগ। এছাড়াও রেফার রোগে ভক্তভোগী রোগীর পরিজনরা। এবার পশ্চিম মেদিনীপুর জেলার হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী। জেলা শাসকের ঘরে অনুষ্ঠিত হল বৈঠক। উপস্থিত ছিল সিএমওএইচ, অধ্যক্ষ, মেদিনীপুর মেডিকেল কলেজ, এমএমসি-র সুপারিনটেনডেন্ট এবং জেলার সমস্ত সুপার-স্পেশালিটি হাসপাতাল। বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেন জেলা শাসক। নির্দেশিকায় বলা হয়, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সংরক্ষণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, বিএমওএইচ দ্বারা যথাযথভাবে সুপারিশ না করা পর্যন্ত কোন রেফারেল নেই, সব হাসপাতালে শয্যা ধারণক্ষমতা বাড়াতে হবে,ডাক্তার এবং নার্সিং কর্মীদের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে,ডেঙ্গুর ক্লিনিক্যাল ব্যবস্থাপনাকে অগ্রাধিকার হিসেবে নিতে হবে।