কলকাতা পুলিশের একাংশ তোলাবাজির সঙ্গে যুক্ত! মেনে নিল তৃণমূল

তৃণমূলের বিধায়ক সওকত মোল্লা বলেন, কলকাতা পুলিশের একাংশ তোলাবাজির সঙ্গে যুক্ত।

author-image
Tamalika Chakraborty
New Update
saokat.jpg

নিজস্ব সংবাদদাতা: এবার দলীয় সভা থেকে কলকাতা পুলিশকে আক্রমণ করলেন তৃণমূলের  বিধায়ক। তৃণমূলের বিধায়ক সওকত মোল্লা অভিযোগ করেন, "কলকাতা পুলিশের একাংশ তোলাবাজিতে যুক্ত, তারা পুলিশের কলঙ্ক।" তিনি বলেন, "কলকাতা পুলিশের দুই এক জন রয়েছে, যাঁরা পুলিশের নাম কলঙ্কিত করেছেন। বিভিন্ন রকমভাবে তোলা তুলছেন।" পাশাপাশি তিনি ভাঙড়ের  পুলিশের প্রশংসা করেন। তিনি বলেন, "আমি বিশ্বাস করি, আমাদের ৪টে থানার অফিসার ইন-চার্জরা আছেন, আমাদের এখানে ডিসি সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিক আছেন, যাঁরা রাতদিন চেষ্টা করছেন ভাঙড়ের শান্তি-শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে তাঁদের কাছে অনুরোধ করব, এই বিষয়গুলি একটু নজর দিন। মানুষ অনেক আশা নিয়ে, কলকাতা পুলিশের দিকে, প্রশাসনের দিকে তাকিয়ে থাকে। "

ক্যানিং পূর্বের বিধায়ক

আরজি কর কাণ্ডে বার বার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্য় কলকাতা পুলিশের অস্বস্তি বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আরজি কর কাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই ইতিমধ্যে  তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ও কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার করেছে। আজকে তাঁকে শিয়ালদহ আদালতে তোলা হয়। সিবিআই তাঁর পলিগ্রাফ টেস্ট করতে চেয়েছে। 

 tamacha4.jpeg