নিজস্ব সংবাদদাতা: বিগত ১৩ দিন ধরে এলাকা অন্ধকার নেই বিদ্যুৎ। চরম সমস্যা পোহাতে হচ্ছে অন্ডালের সিদুলই কোলিয়ারি এলাকার বাসিন্দাদের একাংশের। তাই শুক্রবার সকাল থেকেই বিদ্যুতের দাবিতে কোলিয়ারির উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখান স্থানীয়দের। স্থানীয়দের বিক্ষোভের জেরে বন্ধ কোলিয়ারির উৎপাদন। বিক্ষোভরত স্থানীয় বাসিন্দা সুদীপ নন্দী জানান, কোন অজ্ঞাত কারণে ইসিএল এর অধীনস্থ শীদুলি কোলিয়ারির একাংশে নেই বিদ্যুৎ। বিদ্যুতের দাবিতেই চলতি মাসের ৫ তারিখ স্থানীয় বাসিন্দারা কোলিয়ারি উৎপাদন বন্ধ করে বিক্ষোভও করেছিলেন । সেই মুহূর্তে আধিকারিকরা শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও এলাকায় বিদ্যুতের সমস্যার সমাধান হয়নি। অন্ধকারে এই ডুবে রয়েছে সিদুলি কোলিয়ারির একাংশ বলে অভিযোগ। আর সেই কারণেই শুক্রবার সকাল আটটা থেকে স্থানীয় বাসিন্দারা আরও একবার ফের কোলিয়ারির উৎপাদন বন্ধ করে বিদ্যুতের দাবিতে বিক্ষোভে সামিল হল কোলিয়ারি চত্বরে। কোলিয়ারির ম্যানেজার এ কে চৌধুরী জানান, যে ঠিকাদারকে বিদ্যুতের জন্য ট্রান্সফরমার মেরামতের বরাত দেওয়া হয়েছিল, সেই ঠিকাদারের কোন আত্মীয়ের অসুস্থতার কারণেই ট্রান্সফরমার মেরামতের বিলম্ব। তবে তিনি জানান আজই সমস্যার সমাধান হবে। ম্যানেজারের এই আশ্বাসেই অবশেষে বেলা সাড়ে দশটা নাগাদ বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা।