নিজস্ব প্রতিনিধি: এলাকার রোমিওদের ফোন নাম্বার না দেওয়ায় রোমিওদের পায়ে ধরে ক্ষমা চাইতে হল স্কুল ছাত্রীকে। ঘটনায় বাধা দেওয়ার জন্য স্কুল ছাত্রীর সহপাঠীকে সজোরে থাপ্পর রোমিওদের। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হল সেই ভিডিও। ঘটনার কথা কাউকে জানানো যাবে না এমনই হুমকি রোমিওদের।
/anm-bengali/media/post_attachments/4b819522-927.png)
গোটা ঘটনায় পুলিশের দ্বারস্থ স্কুল পড়ুয়াদের পরিবারের সদস্যরা। অভিযোগে পেয়েই তৎপর পুলিশ, গ্রেফতার তিন রোমিও। টিউশন পড়ে বাড়ি ফিরছিল ক্লাস টেনের দুই ছাত্রী ও তিন ছাত্র। রাস্তায় তাদেরকে আটকায় এলাকার বকাটে তিন যুবক। রাস্তা আটকে এক তরুণীর ফোন নাম্বার চায় তারা।
/anm-bengali/media/post_attachments/d874717b-336.png)
নাম্বার না দেওয়ায় ওই তরুণীকে পায়ে ধরতে বাধ্য করে বকাটে যুবকরা এমনই অভিযোগ। বাধা দিতে গেলে সজোরে থাপ্পড় বসানো হয় এক স্কুল পড়ুয়াকে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বেলিয়াঘাটা এলাকার। শুধু তাই নয় পুরো ঘটনার ভিডিও করে তা এডিট করে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
/anm-bengali/media/post_attachments/375a16fc-6ec.png)
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ বেলিয়াঘাটা এলাকায় প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল ওই পড়ুয়ারা আর রাস্তাতেই এমন ঘটনার ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়াতেই ওই ছাত্র-ছাত্রীর পরিবারের লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় উপস্থিত হয় দাসপুর থানায়, লিখিত অভিযোগ জানায় তারা। ভর সন্ধ্যায় রাস্তাঘাটে এই রোমিওদের উৎপাত বেড়েই চলেছে, এমনটাই বলছে অনেকেই।
/anm-bengali/media/post_attachments/3b68d7eb-304.png)
ইতিমধ্যেই পরিবারের লোকজন চিন্তায় পড়েছে তাদের পরিবারের মেয়েদের বাইরে পড়াশোনার জন্য কিভাবে পাঠাবে। অভিযোগ পেয়েই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। ঘটনায় জড়িত তিন রোমিওকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের ঘাটাল আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল অশোক ভূঁইয়া, বিজয় বেরা ও দেবাশীষ মন্ডল।