বিদেশের মাটিতে প্রাণ গেল বাংলার তরুণীর, দেহ ফিরবে কীভাবে?

এই মাসের ১২ তারিখ সুইডেন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দূতাবাসের সাথে, সেখান থেকে দিল্লি এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়।

author-image
SWETA MITRA
New Update
COVER swe.jpg

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: সুইডেনে (Sweden) গবেষণারত এক গবেষকের রহস্য মৃত্যু। মৃত গবেষকের নাম দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস (৩২)। রোশনি দাসের স্কুলিং লাইফ দুর্গাপুরেই। এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। পরিবারের সাথে শেষ বারের মতো কথা হয় গত মাসে র ২৯ তারিখ, এরপর ৩০ তারিখ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তখনো পর্যন্ত এই নির্মম পরিণতির কথা কিছু জানতে পারেনি পরিবার। এই মাসের ১২ তারিখ সুইডেন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দূতাবাসের সাথে, সেখান থেকে দিল্লি এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়। ১৩ অক্টোবর পরিবারকে দেওয়া হয় মৃত্যুর খবর, জানানো হয় এক আপার্টমেন্টের ভেতর থেকে রোশনির দেহ উদ্ধার হয়। গ্রেফতারও নাকি হয়েছে এক সুইডিশ নাগরিক। তবে কি কারণে মৃত্যু সেটা নিয়ে ধন্দে গোটা পরিবার। বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া মৃতদেহ আনার জন্য উদ্যোগ নিয়েছেন। এখন পরিবার চাইছে, রোশনির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক, আর মেয়ের দেহ যেন খুব তাড়াতাড়ি দেশে আনা হোক।