নিজস্ব সংবাদদাতা : গুজরাটের গোধরায় একটি নাবালককে ধর্ষণ ও হত্যার মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। ডেপুটি CM বি.এল. দেশাই জানান, ২২ ডিসেম্বর, দুই অভিযুক্ত একটি নাবালক ছেলেকে একটি লেকের কাছে ডেকে নিয়ে তাকে যৌন নির্যাতন করে। পরে তারা শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরদিন পুলিশ শিশুটির মৃতদেহ লেক থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অভিযুক্তদের ৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ জানার চেষ্টা করছে।