গরমে ভেজা সকাল, হাওয়ায় খানিকটা স্বস্তি—আজকের আবহাওয়ার পূর্বাভাস জানুন
তুলা ও বৃশ্চিক রাশির জন্য আজকের দিন কতটা শুভ?
ইউএস মন্দার সম্ভাবনা ৩৫%-এ, চীন-আমেরিকা চুক্তি বদলে দিয়েছে সব
ট্রাম্প সফরের আগে ইউএই-কে ১.৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি, বাড়ছে বিতর্ক
মেষ, বৃষ, মিথুন, কর্কট—কার ভাগ্যে আজ শুভ সংকেত, কারা থাকবেন চাপে? রইল রাশিফল বিশ্লেষণ
১৯ মাস পর মুক্তি! হামাসের হাত থেকে ঘরে ফিরলেন এডান
বাণিজ্য যুদ্ধের ইতি? শুল্ক কমিয়ে বড় পদক্ষেপ আমেরিকা-চিনের
মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমাতে বড় পদক্ষেপ ট্রাম্পের
ফের রাশিয়ার হামলা, ড্রোন হানায় কেঁপে উঠল ইউক্রেন — শান্তির আশা তলানিতে

চিকিৎসা করাতে এসে চিকিৎসকের হাতে শ্লীলতাহানি নাবালিকার

চিকিৎসা করাতে এসে চিকিৎসকের হাতে শ্লীলতাহানির শিকার নাবালিকা। দাঁতের চিকিৎসা করাতে এসে চিকিৎসকের লালসার শিকার হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বেথুয়াডহরির জেলা পরিষদ মার্কেটে। অভিযুক্ত দন্ত চিকিৎসককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
CASE-780x470

ফাইল চিত্র

চিকিৎসা করাতে এসে চিকিৎসকের হাতে শ্লীলতাহানির শিকার নাবালিকা। দাঁতের চিকিৎসা করাতে এসে চিকিৎসকের লালসার শিকার হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বেথুয়াডহরির জেলা পরিষদ মার্কেটে। অভিযুক্ত দন্ত চিকিৎসককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় চেম্বারে রোগী দেখেন দন্ত চিকিৎসক অলোক চাঁদ বিশ্বাস। আজ দুপুরে সেখানে বাবা মায়ের সঙ্গে চিকিৎসা করাতে এসেছিল বেথুয়াডহরির এক নাবালিকা। ওই নাবালিকাকে চেম্বারে বসিয়ে রেখে অন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তার বাবা-মা।

 

অভিযোগ, সেই সময় ওই চিকিৎসক তার সহকারীকে অন্য একটি কাজে পাঠিয়ে দেন। এরপরই ওই নাবালিকাকে নিজের চেম্বারে ডেকে রোগী দেখার অজুহাতে গোপনাঙ্গে হাত দেয় ও শ্লীলতাহানি করেন। বাবা মা ফিরে এলে ওই নাবালিকা সমস্ত বিষয়টি তার বাবা মাকে খুলে বলেন। এরপর তার বাবা-মা স্থানীয় লোকজনদের বিষয়টি জানাতেই উত্তেজিত জনতা ওই চিকিৎসককে মারধর শুরু করে। 

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। অভিযুক্ত চিকিৎসককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেলেও মারমুখী জনতার হাত থেকে বাদ পড়েনি ওই চিকিৎসকের সহকারী। তাঁকেও নির্যাতিতার পরিবারের লোকজন বেধড়ক মারধর করে তুলে দেয় নাকাশিপাড়া থানার পুলিশের হাতে। যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি তাকে ফাঁসানো হয়েছে।