চিকিৎসা করাতে এসে চিকিৎসকের হাতে শ্লীলতাহানির শিকার নাবালিকা। দাঁতের চিকিৎসা করাতে এসে চিকিৎসকের লালসার শিকার হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বেথুয়াডহরির জেলা পরিষদ মার্কেটে। অভিযুক্ত দন্ত চিকিৎসককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় চেম্বারে রোগী দেখেন দন্ত চিকিৎসক অলোক চাঁদ বিশ্বাস। আজ দুপুরে সেখানে বাবা মায়ের সঙ্গে চিকিৎসা করাতে এসেছিল বেথুয়াডহরির এক নাবালিকা। ওই নাবালিকাকে চেম্বারে বসিয়ে রেখে অন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তার বাবা-মা।
অভিযোগ, সেই সময় ওই চিকিৎসক তার সহকারীকে অন্য একটি কাজে পাঠিয়ে দেন। এরপরই ওই নাবালিকাকে নিজের চেম্বারে ডেকে রোগী দেখার অজুহাতে গোপনাঙ্গে হাত দেয় ও শ্লীলতাহানি করেন। বাবা মা ফিরে এলে ওই নাবালিকা সমস্ত বিষয়টি তার বাবা মাকে খুলে বলেন। এরপর তার বাবা-মা স্থানীয় লোকজনদের বিষয়টি জানাতেই উত্তেজিত জনতা ওই চিকিৎসককে মারধর শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। অভিযুক্ত চিকিৎসককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেলেও মারমুখী জনতার হাত থেকে বাদ পড়েনি ওই চিকিৎসকের সহকারী। তাঁকেও নির্যাতিতার পরিবারের লোকজন বেধড়ক মারধর করে তুলে দেয় নাকাশিপাড়া থানার পুলিশের হাতে। যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি তাকে ফাঁসানো হয়েছে।