নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ তমলুকে দলীয় সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে ফের একবার ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, '' পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেটা জঙ্গিদের সরকার। এরাজ্যের রাষ্ট্রবাদী জনগণকে একত্রিত হয়ে রাজ্যের জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে। ''
তিনি আরো বলেন, '' ভাইপো বছরে কয়েকবারই দুবাই যাতায়াত করে, ফলে বোঝাই যাচ্ছে কাদের সঙ্গে জঙ্গিদের সঙ্গে যোগ কতটা। নেতাদের সঙ্গে তবুও দু চারজন সিকিউরিটি আছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই রাজ্যে ? ''