সম্প্রতির বার্তা দিতে বাজকুল ইউনাইটেড ফোরামের উদ্যোগে স্থানীয় কলেজ মাঠে আয়োজিত হল মিলন মেলা

আয়োজিত হল মিলন মেলা।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: সম্প্রতির বার্তা দিতেই বাজকুল মিলন মেলা শুরু হল। পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল ইউনাইটেড ফোরামের উদ্যোগে স্থানীয় কলেজ মাঠে আয়োজিত হয় এই মিলন মেলা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে বাজকুল মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও চন্ডীপুরের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। আয়োজক প্রধান উদ্যোক্তা ও সম্পাদক রবীন চন্দ্র মন্ডল জানিয়েছেন, এগারো দিন ধরে চলবে এই মিলন মেলা। রয়েছে শতাধিক স্টল। সেইসঙ্গে সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি শঙ্কর প্রধান, বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা লাবনী সরকার, চন্ডীপুরের ওসি দীপক কুমার অধিকারী, ভগবানপুর ১ ব্লকের বিডিও বিকাশ নস্কর, বিকাশ চন্দ্র বেজ, মানব পড়ুয়া, পিজুস কান্তি পন্ডা, অমিয়কান্তি ভট্টাচার্য, অপর্ণা ভট্টাচার্য, বিমান নায়ক, অরুপ সুন্দর পন্ডা, শেখ সামসুল আলম প্রমুখ।