প্রত্যন্ত গ্রামীণ এলাকায় তৈরি হল চিকিৎসা জাদুঘর, উদ্বোধনে মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া

সায়েন্সের ছাত্র ছাত্রীদের এই জাদুঘর ভিজিট করানো হোক সাথে পশ্চিম মেদিনীপুর মেডিক্যাল পড়ুয়াদের এই মিউজিয়াম দেখানো উচিত।

author-image
Adrita
New Update
ড

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ চিকিৎসা জাদুঘরের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া,উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুজিত কর পুরকায়স্থ,প্রাক্তন পুলিশ কর্তা সুরজিৎ কর পুরকায়স্থ সহ বিশিষ্ট ব্যক্তিরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে চিকিৎসা জাদুঘরটি তৈরি করা হয়েছে। পড়ুয়াদের মনে এই জাদুঘর দেখে চিকিৎসক হওয়ার উৎসাহ যোগাবে বলে দাবি ডক্টর সুজিত কর পুরকায়স্থের।

ফ

মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া বলেন,সায়েন্সের  ছাত্র ছাত্রীদের এই জাদুঘর ভিজিট করানো হোক সাথে পশ্চিম মেদিনীপুর মেডিক্যাল পড়ুয়াদের এই মিউজিয়াম দেখানো উচিত।