বাংলার গ্রামে বসল এক শহীদের মূর্তি, ২০১৯ এ মাত্র ২৬ বছর বয়সে প্রাণ হারান তিনি

কেশপুরের এলুনি গ্রামের শহীদ রাজেশ ঘোষের মূর্তি উন্মোচন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
s

পশ্চিম মেদিনীপুর: শহীদ রাজেশ ঘোষের মূর্তি উন্মোচনে কেন্দ্রীয় বাহিনীর প্রাক্তন সৈনিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৩ নম্বর আমনপুর গ্রাম পঞ্চায়েতের এলুনি গ্রামের বাসিন্দা রাজেশ ঘোষ। ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা শেষ করার পর ২০১৩ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন।

c

২০১৯ সালে বাড়িতে এসে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন, তখনই দুর্ঘটনায় প্রাণ যায় তার। দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে ২০২৪ সালের ৩০ মে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে তার পূর্ণ মূর্তি বসানো হল।

d

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামরিক বিভাগের প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায়, প্রাক্তন সাব মেজর রাজকুমার মুখার্জী, আনন্দপুর থানার পুলিশ আধিকারিক রবি লোচন বাঙাল, আমনপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্যামাপদ পাখিরা ও এলুনির পঞ্চায়েত সদস্য সুভাষ কোল্যা সহ গ্রামের মানুষজন।

s

প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায় বলেন, "আমি সেই মাকে প্রণাম জানাই, যিনি রাজেশের মতো দেশের বীর সৈনিককে গর্ভধারণ করেছেন। রাজেশের আত্মার শান্তি কামনা করি। পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে"।

Add 1

Indian Army | Rajesh Ghosh | paschim medinipur | Keshpur | West Bengal  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .