ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে অনুমোদন! এল বড় খবর
সমস্ত খেলোয়াড়দের সাথে যোগাযোগ রয়েছে! আইপিএল বন্ধের বিষয়ে এল বড় বার্তা
BREAKING: আজও নির্ঘুম রাত ভারতীয় সেনার! পাকিস্তানের ড্রোন হামলার জবাব দিচ্ছে
BREAKING: বেসামরিক এলাকা লক্ষ্য করে একটি সশস্ত্র ড্রোন হামলা! রাতেই এল বড় খবর
BREAKING: উত্তর থেকে দক্ষিণে ড্রোন হামলা! নিশ্চিত করলেন প্রতিরক্ষা কর্মকর্তারা
ভারত পাকিস্তান সংঘাতের অবসান! এবার ময়দানে আমেরিকা
BREAKING: শ্রীনগর বিমানবন্দরে ড্রোন হামলা! তালিকায় এক বিমান ঘাঁটিও
"যুদ্ধ কি পণ্য? আমাদের সেনা জওয়ানরা কি পণ্য?" হঠাৎ রাতে এই পোস্ট করলেন সিপিএম নেতা
বন্ধ হচ্ছে না আইপিএল! ফের কবে থেকে শুরু?

দীপাবলিতে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই বাড়ির সামনেই খুন প্রৌঢ়কে

দীপাবলিতে তোলাবাজির অভিযোগ। প্রতিবাদ করতেই মদ্যপ যুবকরা বাড়ির সামনে প্রৌঢ়কে পিটিয়ে মারে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: দীপাবলি ও কালীপুজোয় তোলাবাজির অভিযোগ। সেই তোলাবাজির বিরোধিতা করতেই এক প্রৌঢ়কে পিটিয়ে মার মদ্যপ যুবকের। ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি শিলিগুড়িতে ঘটেছে বলে জানা গিয়েছে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিশাল ব়্যাফ বাহিনী নামানো হয়।  শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এনজেপি সংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই শহরের নিরাপত্তা নিয়ে শিলিগুড়ির মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। 

ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ জহুরি। মাত্র ৫০০ টাকার জন্য প্রৌঢ়কে প্রাণ হারাতে হল।  জানা গিয়েছে, এদিন রাতে বাড়ির সামনেই বসেছিলেন তিনি। সেই সময় এলাকারই কিছু যুবক মদ্যপ অবস্থায় তাঁর কাছে গিয়ে দিপাবলী পালনের জন্য পাঁচশো টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি । সেই সময় ওই যুবকরা তাঁকে লাথি, ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে আক্রমণ করে । তারপরই সেখানে লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি।

ঘটনার পর  নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং বাড়ির লোক তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  মৃতের ছেলে মহম্মদ সেলিম বলেন, ‘‘তোলাবাজির প্রতিবাদ করেছিল বাবা। ওরা টাকা চেয়েছিল। বাবা দিতে অস্বীকার করে । সেই কারণে বাবাকে এলোপাথাড়ি মেরেছে।’’