নিজস্ব সংবাদদাতা: দীপাবলি ও কালীপুজোয় তোলাবাজির অভিযোগ। সেই তোলাবাজির বিরোধিতা করতেই এক প্রৌঢ়কে পিটিয়ে মার মদ্যপ যুবকের। ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি শিলিগুড়িতে ঘটেছে বলে জানা গিয়েছে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিশাল ব়্যাফ বাহিনী নামানো হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এনজেপি সংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই শহরের নিরাপত্তা নিয়ে শিলিগুড়ির মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে।
ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ জহুরি। মাত্র ৫০০ টাকার জন্য প্রৌঢ়কে প্রাণ হারাতে হল। জানা গিয়েছে, এদিন রাতে বাড়ির সামনেই বসেছিলেন তিনি। সেই সময় এলাকারই কিছু যুবক মদ্যপ অবস্থায় তাঁর কাছে গিয়ে দিপাবলী পালনের জন্য পাঁচশো টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি । সেই সময় ওই যুবকরা তাঁকে লাথি, ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে আক্রমণ করে । তারপরই সেখানে লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি।
ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং বাড়ির লোক তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলে মহম্মদ সেলিম বলেন, ‘‘তোলাবাজির প্রতিবাদ করেছিল বাবা। ওরা টাকা চেয়েছিল। বাবা দিতে অস্বীকার করে । সেই কারণে বাবাকে এলোপাথাড়ি মেরেছে।’’