নিজস্ব সংবাদদাতা, দীঘাঃ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
/anm-bengali/media/post_attachments/f7310624-999.png)
এই আবহেই গতকাল রাতে দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। সমুদ্রের পাড় উপচে পড়ে জল ঢুকছে লোকালয়ে। ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রের পাড়ে থাকা কিছু অস্থায়ী দোকান।
/anm-bengali/media/post_attachments/e9bea85f-d28.png)
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)