চোলাই মদের ঠেকে হানা দিয়ে উদ্ধার প্রচুর পরিমাণে মদ এবং তৈরির সরঞ্জাম

উদ্ধার চোলাই মদ।

author-image
Adrita
New Update
্ি্ি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে রায়না ২ ব্লকের বড়বৈনান ও ছোটবৈনান সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করার সময় চোলাই মদের ঠেকে হানা দিয়ে প্রচুর পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তাহিরপুরে চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১

সূত্রের খবর অনুযায়ী, বুধবার ভোরে অভিযানে নেমে চল্লিশ লিটার চোলাই মদ, চোদ্দোশো কুড়ি লিটার মদ তৈরির উপকরণ। পাঁচটি হারি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে বড় বৈনান ও ছোট বৈনানএর বেশ কয়েকটি এলাকাতে অবৈধভাবে চোলাই মদ এর রমরমিয়ে কারবার চলছিল।

Article on district's picture on adulterated hooch - Anandabazar

গোপন সূত্রে খবর আসার পরেই ওই এলাকাতে অভিযান চালানো হয়। দুটি জায়গায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি, উদ্ধার হওয়া চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। 

Hooch Raid By Bankura District Excise Officers | Bankura News: চোলাই মদের  ঠেক ভাঙতে ফের অভিযান বাঁকুড়া জেলা আবগারি আধিকারিকদের