নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 'দিল্লি চলো'র ডাক দিয়েছে তৃণমূল (TMC)। ইতিমধ্যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। এমনকি দিল্লির বুকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে হেভিওয়েটদের তরফে। এরই মাঝে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উপচে পড়ল ভিড়। বিপুল সংখ্যক টিএমসি কর্মী এবং জব কার্ডধারীরা বাসে করে দিল্লি যাবেন। ২ ও ৩ অক্টোবর তৃণমূলের নির্ধারিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে তাঁরা সেখানে যাবেন।
জানা যাচ্ছে, দিল্লি (Delhi)-র বুকে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের জমায়েত হতে পারে। গান্ধী জয়ন্তীতে দিল্লির রাজঘাটে ধর্নায় বসতে চলেছে তৃণমূল। বিমানে করে দিল্লি রওনা তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদরা।
কেন্দ্রীয় সরকারের এমজিএনআরইজিএ তহবিল আটকে রাখার প্রতিবাদে নির্ধারিত বিক্ষোভের জন্য প্রায় ৫,০০০ এমজিএনআরইজিএ কার্ডধারীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার দলের এক নেতা এ তথ্য জানান।
শুক্রবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেন, ৩ অক্টোবরের বিক্ষোভের জন্য সমর্থকদের দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। বিশেষ ট্রেনের আবেদন প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
তৃণমূলের এক বিশিষ্ট নেতা বলেন, "যেহেতু আমাদের বিশেষ ট্রেন দেওয়া হয়নি, তাই আমরা এমজিএনআরইজিএ (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট) কর্মীদের দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাসের বিকল্প ব্যবস্থা করেছি। যেহেতু বাসগুলি বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্য দিয়ে যাবে, তাই সুরক্ষা নিশ্চিত করতে আমরা এমজিএনআরইজিএ কার্ডধারীদের জন্য পাইলট গাড়ির ব্যবস্থাও করছি। '
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বাসে এমজিএনআরইজিএ কার্ডধারীদের দেখাশোনার জন্য একজন করে দলীয় নেতা-কর্মী থাকবেন। দলীয় সূত্রে জানা গেছে, জরুরি চিকিৎসা সহায়তার জন্য ও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দলটি নয়াদিল্লিতে তাদের থাকার ব্যবস্থাও করেছে।
শুক্রবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে নয়া দিল্লি গামী বিশেষ ট্রেনের আবেদন প্রত্যাখ্যান করেছে রেল। পূর্ব রেলের দাবি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) কাছ থেকে একটি অনুরোধ পেয়েছিল এবং প্রয়োজনীয় সংখ্যক কোচের অনুপস্থিতির কারণে তা প্রত্যাখ্যান করা হয়েছিল।
পশ্চিমবঙ্গে প্রায় ২.৬৫ কোটি এমজিএনআরইজিএ কার্ডধারীর সংখ্যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তাদের পাওনা আদায়ের জন্য দিল্লিতে যাওয়ার জন্য কলকাতায় পৌঁছেছেন। আমরা ২৩ শে সেপ্টেম্বর তাকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য একটি ট্রেনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আজ আমাদের অনুমতি দেওয়া হয়নি।"
#WATCH | Kolkata | A large number of TMC workers and job card holders will travel by bus to Delhi. They will go there to participate in the TMC's scheduled protest program on October 2 and 3. pic.twitter.com/ecIeD9pcRn
— ANI (@ANI) September 30, 2023