মাত্র ২১০ টাকা পাওনা না দেওয়াতে গলায় ছুরি, অবস্থা আশঙ্কাজনক

আহতের অবস্থা আশঙ্কাজনক।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ময়নার শ্রীকন্ঠা বাজারে পান দোকানে পান খেতে গিয়েছিল শ্রীকন্ঠা গ্রামে মন্টু দাস। পান দোকানে গৌর হাটই মন্টুর কাছে দুশো টাকা পেত। পান দোকানী আগের বকেয়া টাকা মেটানো কথা বললে দুজনের মধ্যে বচসা বাধেঁ। তা থেকেই শুরু হয় মারামারি। হঠাৎ পান দোকানী মন্টুর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, আহত ব্যক্তিকে ওই রাতেই ময়না হসপিটালে চিকিৎসা করানোর পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, অভিযুক্ত পান দোকানীকে পুলিশ মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করেছে। বুধবার তমলুক আদালতে তাকে তোলা হলে, জেলে হেফাজতের নির্দেশ দেয় আদালত। আরও জানা গিয়েছে যে, আহত মন্টু দাস তমলুক হসপিটালে আশঙ্কাজন অবস্থায় ভর্তি রয়েছেন।