চালু হল IIT খড়্গপুর, ISI কলকাতা এবং IIM কলকাতার যৌথ উদ্যোগে যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক কোর্স

ভর্তির জন্য স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ নাম্বার থাকা বাধ্যতামূলক।

author-image
Adrita
New Update
f

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বর্তমান যুগে সময়ের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যেতে হবে। বিভিন্ন বিষয়কে কাজে লাগিয়ে ব্যবসার উন্নতির জন্য, ক্ষুদ্র শিল্পের উপর জোর দিয়েছে। যুব উপযোগী ও কেরিয়ার ভিত্তিক কোর্স করাবে খড়গপুর আইআইটি। আই.আই.টি খড়গপুর, আই. এস.আই কলকাতা ও আইআইএম কলকাতার যৌথ উদ্যোগে করানো হবে কোর্সটি। 

ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা শুরু হয়ে গেছে। কোর্সটির নাম দেওয়া হয়েছে- পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিক্স। হাতে-কলমে শেখানোর পর থাকছে প্লেসমেন্টের সুযোগ। কোর্সে ভর্তির জন্য স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ নাম্বার থাকা বাধ্যতামূলক।