ভোটার তালিকায় ২০ শতাংশ থেকে ১২৩ শতাংশ পর্যন্ত ভুয়ো ভোটার, এ কী অবস্থা রাজ্যের? দিল্লি ছুটল বিজেপির প্রতিনিধি দল

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করল ঝাড়খণ্ড বিজেপির একটি প্রতিনিধি দল।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্কনব

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ  রাজ্য বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডির নেতৃত্বে ঝাড়খণ্ড বিজেপির একটি প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে।

;ল্ব

বাবুলাল মারান্ডি বলেন, "আমাদের অভিযোগ, ঝাড়খণ্ডের কিছু এলাকায়, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি, সেসব এলাকায় ভোটার তালিকায় ভোটার সংখ্যা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে – ভোটার তালিকায় ২০ শতাংশ থেকে ১২৩ শতাংশ পর্যন্ত ভুয়ো ভোটার যুক্ত হয়েছে। এটা ভুল। এভাবে জনবিন্যাস পরিবর্তন হলে তা গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনবে, এই বিপদ আমাদের সবাইকে অনুভব করতে হবে। আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে নিবিড় পর্যালোচনা ও তদন্ত করতে বলেছি।"