নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যা নামতে জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বেনাগেড়িয়া, কোকুয়া, গুড়িগোট এলাকায় ধান চাষের জমিতে তান্ডব চালায়। রাত হতেই হাতির দল ধান চাষের জমি পা দিয়ে পিষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের বারিদা, শ্রীরামপুর, তিলাবনী, মহিষামুড়া এলাকায় ধান চাষের জমিতে তান্ডব চালায় হাতির দল। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মী ও হুলা পার্টির সদস্য ছিলেন। বন সূত্রে জানা গেছে, আনুমানিক ৫০ টি একটি হাতির দল বর্তমানে খাজরা বিটের হাতিগেড়িয়ার জঙ্গলে রয়েছে। গতকাল রাতে হাতির দল দুভাগে ভাগ হয়ে অনেকটা এলাকা চাষের ক্ষতি করেছে।
k