নিজস্ব প্রতিনিধি: ঝাড়গ্রামের জিতুশোল গ্রামে দাঁপিয়ে বেড়াল দলছুট দুটি দাঁতাল হাতি। দাঁতাল হাতি দুটিকে দেখে আতঙ্কিত গ্রামের মানুষজন। খাবার ও জলের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে দলছুট হাতি দুটি। প্রতি নিয়ত হাতির সমস্যা বেড়ে চলছে এলাকায়।
যে ভাবে জঙ্গল নষ্ট করা হচ্ছে তার ফলেই হাতির সমস্যা বাড়ছে জঙ্গলমহলে। নতুন করে তাপপ্রবাহ বাড়ায় জঙ্গলের পশুপাখি লোকালয়ে চলে আসছে। শনিবার সাত সকালে লোকালয়ে হাতি প্রবেশ করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা।
Elephant | Jitushol | Jhargram | Jhargram News