ধান জমির মাঝে আটকে দলছুট হাতি, ভিড় জমিয়েছেন বহু মানুষজন

বহু মানুষজন ভিড় জমিয়েছেন।

author-image
Adrita
New Update
g

নিজস্ব সংবাদদাতা, কেশিয়াড়িঃ কেশিয়াড়ি কুসুমপুর চার নম্বর অঞ্চলের কেন্দুখুটা এলাকার ধান জমীনে মাঝে দলছুট হাতি দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষজন। জানা গিয়েছে ওই হাতিটি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বনদপ্তর এর পক্ষ থেকে নয়াগ্রামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় পতি বাঁধের জঙ্গল থেকে বের করে ধান জমিনের মাঝ বরাবর নিয়ে যাওয়া হচ্ছিল, ধানজমিনে ব্যাপক কাদা থাকায় আটকে যায় হাতিটি এবং আর যেতে পারেনি যার ফলে অসুস্থ হয়ে পড়ে হাতিটি আর ওই হাতিকে দেখতে শুক্রবার দুপুর একটা নাগাদ বহু মানুষজন ভিড় জমিয়েছেন।

তবে বনদপ্তরের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে হাতির সামনে না যাওয়ার জন্য। ইতিমধ্যে বনদপ্তরের কর্মীরা হাজির হয়েছেন ঘটনাস্থলে এবং কিভাবে হাতিটিকে নিয়ে যাওয়া হবে তার সমস্ত রকম প্রক্রিয়া চালাচ্ছেন বনদপ্তর এর আধিকারিকরা।

Add 1

স

স

স্ব