বড় সিদ্ধান্ত, রাজ্যে বন্ধ গুটখা ও তামাকজাত পান মশলার বিক্রি

আগামী ৭ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gutkha-ezgif.com-avif-to-jpg-converter

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী এক বছরের জন্য রাজ্যে গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রি বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফ থেকে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। 

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন স্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধির বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ। আগামী ৭ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

gut-ezgif.com-avif-to-jpg-converter

২০০৬ সালের কেন্দ্রীয় ‘খাদ্য সুরক্ষা ও গুণমান আইন’-এ তামাক তথা নিকোটিন যুক্ত পদার্থ গুলি ‘ক্ষতিকারক’ বলে চিহ্নিত। তাই তাঁদের ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হল বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

প্রসঙ্গত, প্রায় এক দশেক আগে থেকেই দেশের বিভিন্ন রাজ্যে গুটখা বা তামাকজাত পান মশলা উৎপাদন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি শুরু হতে শুরু করে। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গও সে পথে হেঁটেছিল। সেই নিষেধাজ্ঞার সময়সীমা এর আগেও কয়েক বার বাড়ানো হয়েছে। আর এবার মেয়াদ ফুরতেই ফের একবার নতুন করে নিষেধাজ্ঞা কার্যকরী হল এই দুই তামাকজাত দ্রব্যে।