নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়ার আদ্রা-খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পিয়ারডোবার কাছে পাথর নামানোর কাজ চলছিল। এ সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পরপরই দক্ষিণ-পূর্ব রেলের একাংশে ট্রেন চলাচল ব্যাহত হয়। এই দুর্ঘটনার ফলে আদ্রা এবং গড়বেতার কাছে একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকে, যাত্রীরা ভোগান্তিতে পড়েন। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এই দুর্ঘটনা কিভাবে ঘটল, তা জানতে রেল কর্তৃপক্ষ তদন্তে নেমেছে।
/anm-bengali/media/media_files/2024/11/22/1000108857.jpg)
এর আগে চলতি মাসের ৯ তারিখে হাওড়ার নলপুরে সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত হয়েছিল। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ট্রেনের বেশ কিছু কোচ অন্য লাইনে চলে যায়, যা নিয়ে সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
/anm-bengali/media/media_files/2024/11/22/1000108852.jpg)
এর আগেও গত জুন মাসে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনায় পড়েছিল। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। একের পর এক ট্রেন দুর্ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, এবং নতুন করে এই দুর্ঘটনার পর রেলের নিরাপত্তা ব্যবস্থার উপর পুনরায় প্রশ্নচিহ্ন সৃষ্টি হয়েছে।