নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বিহারের মোহনিয়া থানা ক্যাম্পাসে আগুন লাগে।
/anm-bengali/media/media_files/f85UCn4F0bx3IwWe0ybc.jpg)
বিহারের দমকল আধিকারিক কুন্দন কুমার বলেন, "আমরা আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। মোহনিয়া থানার ক্যাম্পাসে আগুন লেগেছে এবং বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত করা বেশ কয়েকটি বাইকে আগুন লেগেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)