নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হরিদ্বার শিল্পাঞ্চলে রাসায়নিক কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০-১২টি ইঞ্জিন উপস্থিত রয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।
এই বিষয়ে চিফ ফায়ার অফিসার অভিনব ত্যাগী বলেন, "আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আমরা ৫০-৬০ শতাংশ আগুন নিভিয়ে ফেলেছি। আগুন পুরোপুরি নেভানো গেলে আমরা এর পেছনের কারণ জানতে পারব। এখানে ১০০০ কেজি রাসায়নিক মজুত ছিল। আমাদের টিম সময়মতো পৌঁছেছে, তা না হলে ওই এলাকার ১০-১৫টি কারখানাও আগুনে পুড়ে যেত।"