বিরাট ব্রেকিং : চন্দননগরে নিভলো আলো! জগদ্ধাত্রী পূজোর আনন্দেও অন্ধকার গ্রাস করেছে এই পুজো ক্লাবকে, জানুন বিস্তারিত....

চন্দননগরে তালপুকুর ধার পুজো কমিটি ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : আজ নবমী। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগর থেকে চন্দননগর, চারিদিক আলোকিত, প্রতিমা ও আলোকসজ্জার ঝলক। চন্দননগরের বাগবাজার সর্বজনীনে সাবেকি প্রতিমার সাজে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষ এসেছেন পুজো দেখতে। তবে, এই সেলিব্রেশন ছাড়াও চন্দননগরে ঘটে গেছে তুমুল অশান্তি।

publive-image

চন্দননগরের তালপুকুর এলাকায় দুটি পুজো কমিটির মধ্যে তীব্র বিবাদ সৃষ্টি হয়েছে। তালপুকুর ধার পুজো কমিটি ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা দেওয়া ও হেনস্থার অভিযোগ উঠেছে। প্রতিবাদে মণ্ডপের আলো নিভিয়ে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা। পুজো কমিটির সদস্যরা রাস্তায় প্ল্যাকার্ড হাতে বসে প্রতিবাদ জানিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। অভিযোগ উঠেছে, তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার কথা। তবে, তৃণমূল কাউন্সিলর পাল্টা অভিযোগ উড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

publive-image

এদিকে, নবমীর দিনে লেক কালীবাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়েছে বিশাল ধুমধামে। সকাল থেকেই ভক্তদের ঢল নামে। বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল এবং এ বছর লেক কালীবাড়ির পুজো ১৫ বছরে পদার্পণ করেছে। তবে শুধু চন্দননগর বা কৃষ্ণনগর নয়, বাঁকুড়ার জয়রামবাটিতেও জগদ্ধাত্রী পুজো হচ্ছে বিশেষ উদযাপনের সঙ্গে। এখানকার পুজো সারদা মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর স্বপ্নাদেশের পর শুরু হয়েছিল, এবং সারদা মা এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন। মন্দির প্রতিষ্ঠার পর থেকে এখানে প্রতি বছর এই পুজোর আয়োজন হয়ে থাকে, যেখানে দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন।