নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিগাড়িয়া এলাকায় গতকাল রাত্রে দুই দাঁতাল হাতির তুমুল লড়াই হয়। লড়াই চলাকালীন একটি দাঁতাল হাতি পাশে থাকা একটি জলাশয় ডোবাতে পড়ে যায়। সঙ্গে থাকা দাঁতালটি এলাকা ছেড়ে চলে যায়।
আজ সকালে এলাকাবাসীরা সেই পড়ে থাকা হাতিটিক দেখতে পান। ডোবায় পড়ে থাকা দাঁতাল হাতিটি খুবই অসুস্থ এবং ওই জলাশয় ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না।
এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারছে না। যদিও বনদপ্তরে খবর দেওয়া হলেও এখনও পর্যন্ত বনদপ্তর এসে অসুস্থ হাতিটিকে ডোবা থেকে বের করার কোনো ব্যবস্থা করেনি।