দুই হাতির লড়াইয়ে অসুস্থ এক হাতি! উদ্ধারের চেষ্টা এলাকাবাসীর

দুই দাঁতাল হাতির লড়াইয়ে অসুস্থ হয়ে এক দাঁতাল পাশে থাকা জলাশের ডোবায় পড়ে গেছে। অসুস্থ সেই দাঁতাল হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এলাকাবাসী।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
dghfjjk6.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিগাড়িয়া এলাকায় গতকাল রাত্রে দুই দাঁতাল হাতির তুমুল লড়াই হয়। লড়াই চলাকালীন একটি দাঁতাল হাতি পাশে থাকা একটি জলাশয় ডোবাতে পড়ে যায়। সঙ্গে থাকা দাঁতালটি এলাকা ছেড়ে চলে যায়।

dghfjjk4.jpg

আজ সকালে এলাকাবাসীরা সেই পড়ে থাকা হাতিটিক দেখতে পান। ডোবায় পড়ে থাকা দাঁতাল হাতিটি খুবই অসুস্থ এবং ওই জলাশয় ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না।

dghfjjk3.jpg

এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারছে না। যদিও বনদপ্তরে খবর দেওয়া হলেও এখনও পর্যন্ত বনদপ্তর এসে অসুস্থ হাতিটিকে ডোবা থেকে বের করার কোনো ব্যবস্থা করেনি। 

dghfjjk5.jpg

Add 1