নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণাঃ কংক্রিটের ব্রীজ পার হতে গিয়ে ব্রীজ ভেঙে খালের উপর ঝুলছে বালি বোঝাই ডাম্পার। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কুঁয়াপুরে। স্থানীয় সূত্রে জানাযায়, কুঁয়াপুর থেকে আমনপুর যাওয়ার রাস্তায় দোনাই খালের উপরে অবস্থিত ছিল বহু বছরের পুরোনো কংক্রিটের ব্রীজ। এই ব্রীজের সাথে সংযোগ ছিল চন্দ্রকোনার কুঁয়াপুর থেকে আনন্দপুর থানার।
বৃহস্পতিবার বিকেল নাগাদ একটি বালি বোঝায় ডাম্পার গাড়ি চন্দ্রকোনা থেকে কুঁয়াপুরে ওই ব্রীজ পেরিয়ে আমনপুরের দিকে যাওয়ার সময় আচমকাই কংক্রিটের ব্রীজ ভেঙে যায়। ব্রীজ ভেঙে খালের উপর আটকে যায় ডাম্পারের পেছনের অংশ। একপ্রকার ভাঙা ব্রীজের মাঝে পড়ে ঝুলছে বালি বোঝায় ডাম্পার গাড়িটি। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ডাম্পারটিকে খাল থেকে উদ্ধারের কাজ চলছে। যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তার উপর কংক্রিটের ব্রীজ ভেঙে পড়ায় যাতায়াতে ভোগান্তি একাধিক গ্রামের বাসিন্দাদের।