শিলাবতী নদী থেকে রূপনারায়ণে ডলফিন!

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সীতাকুণ্ড গ্রামে শিলাবতী নদীতে গ্রামের বাসিন্দারা দেখতে পায় একটি ডলফিন। খবর ছড়িয়ে পড়তেই ডলফিন দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন।

author-image
Pallabi Sanyal
New Update
dalfin

ডলফিন

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : তিন দিন ধরে শিলাবতি নদীতে আটকে থাকা ডলফিনকে উদ্ধার করা হল।  বনদপ্তর ও এলাকাবাসীর সহযোগিতায় নদীতে জাল নামিয়ে  উদ্ধার করে নিয়ে যাওয়া হল ডলফিনটিকে। রূপনারায়ণ নদীতে ছেড়ে দেওয়া হবে তাকে।  জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের  সীতাকুণ্ড গ্রামে শিলাবতী নদীতে গ্রামের বাসিন্দারা দেখতে পায় একটি ডলফিন। খবর ছড়িয়ে পড়তেই  ডলফিন দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন। খবর পৌঁছে যায় প্রশাসনের কাছে। অবশেষে তিন দিন পর প্রশাসনের উদ্যোগে, ডলফিনকে জাল দিয়ে ধরে রুপনারায়ন নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করল বনদপ্তর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জোয়ারের সময় হয়তো দাসপুরের এই শিলাবতী নদীতে চলে এসেছিল ডলফিনটি, আর তারপরেই ডলফিনটি শিলাবতী নদীতে আটকে পড়ে বলে অনুমান। আর সেই শিলাবতী নদী থেকে উদ্ধার করে,  ট্রাকে করে চাপিয়ে ডলফিনটিকে নিয়ে যাওয়া হল রূপনারায়ণ নদীতে।