নিজস্ব প্রতিবেদন : জয়নগরের এক নাবালিকার মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে, জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল মৃত শিশুর পরিবারে পৌঁছেছে। দলে ছিলেন কিঞ্জল নন্দ এবং দেবাশীষ হালদারসহ পাঁচজন ডাক্তার, যারা আরজি কাণ্ডে আন্দোলনরত ছিলেন। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
/anm-bengali/media/media_files/dhx0LLHilVrkeCVOK1nq.jpg)
জয়নগরে দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “ক্রাইম ইস ক্রাইম। যে অপরাধ করবে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও উল্লেখ করেন যে কুলতলির ঘটনায় পুলিশ পকসো কেসের আওতায় তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেওয়ার নির্দেশ দেন।
/anm-bengali/media/media_files/1yEUerbcmU0wklA50gt1.jpg)
এদিকে, কুলতলি থানা ঘেরাও করে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি। বিজেপি নেতা সুকান্ত মজুমদার সতর্ক করে বলেন, “আজকে ট্রেলার দেখলাম, আগামী দিন সিনেমা দেখাব।” বিক্ষোভের পর বিজেপির প্রতিনিধি দল মৃত নাবালিকার বাড়িতে যান, যেখানে তারা পরিবারের প্রতি সমবেদনা জানান।
/anm-bengali/media/media_files/gHO0pQcgaUNFXWXkySHD.JPG)
এদিকে, ঘটনার পর থেকে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। পরিবার দাবি করছে, তাদের মেয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ একটি অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনায় রাজ্য সরকার এবং পুলিশের প্রতি জনমানসে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।