নিজস্ব প্রতিবেদন : ওড়িশার কালাহান্ডিতে ৪৪ বছরের বাবুলা দিগালের মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। ১৩ অক্টোবর, বাবুলা তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাইকে করে রামপুর যাওয়ার সময় একটি লোহার রড বোঝাই লরির ধাক্কায় গুরুতর আহত হন। তাকে কটকের হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসার পর পুলিশকে না জানিয়ে কোনো ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
বাবুলার পরিবার পরে ১৭ অক্টোবর স্থানীয় একটি কবরস্থানে তার দেহ দাফন করে। কিছুদিন পর, পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে মৃতদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ চুরি হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মৃতদেহটি কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এবং পুলিশের তল্লাশির সময় তারা জানায়, তাদের পক্ষ থেকে কোনো ধরনের অঙ্গ প্রত্যঙ্গ চুরি হয়নি। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে, এবং নিহতের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। তারা সঠিক তদন্তের দাবি করেছেন। এই ঘটনা আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং শীঘ্রই আরও বিস্তারিত তথ্য প্রকাশ পেতে পারে।