নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে আজই এটি নিম্নচাপে (Depression) পরিণত হবে। বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং গতি পরিবর্তন করে ওড়িশা উপকূল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
দক্ষিণবঙ্গে বুধবার থেকে সামান্য বাড়বে রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা বাড়লেও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমবে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)