আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়, সতর্কবার্তা আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের জলের তলার তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়।

author-image
Adrita
New Update
ফদ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় রমেল। বাংলায় যতবারই ঘূর্ণিঝড় হয়েছে প্রত্যেকটি সময় ছিল মে মাস। আয়লা থেকে শুরু করে ইয়াশ সব সময়ই মে মাসেই ঝড়ের তান্ডব লক্ষ্য করা গিয়েছে। চলতি বছরে ফের একবার আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রমেল। বাংলায় প্রত্যেকবার ঘূর্ণিঝড় এসে তছনছ করে গিয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এবারও কি তার সম্ভাবনা রয়েছে ? কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা ? 

Cyclone Sitrang: কালীপুজোতেই সাইক্লোন! ধেয়ে আসছে সিত্রাং, দীপাবলিতে প্রবল  দুর্যোগের মেঘ

আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী, ঘূর্ণিঝড় রমেলের প্রভাব আয়লা বা ইয়াশ এর মতন অত ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা নেই। তবে সাধারণ মানুষদের সাবধানে থাকা নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজনে বাড়তি সতর্কতা অবলম্বন করাও দরকার। 

জেনে নিন সাইক্লোন, হ্যারিকেন ও টর্নেডোর পার্থক্য

Add 1