হলদিয়া মেছেদা জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু ১ সাকেল আরোহীর! জানা গেল বড় খবর

হলদিয়া মেছেদা জাতীয় সড়কে কামাদ্দার কাছে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ সাইকেল আরোহীর।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
vcvcb15.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা জাতীয় সড়কে নন্দকুমার এলাকার কামাদ্দার ধলহরা এলাকায় সাত সকালে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।

vcvcb14.jpg

জানা গিয়েছে, মেছেদা থেকে নন্দকুমারের দিকে একটি প্রাইভেটকার যাচ্ছিল সেই সময় ওই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে গাড়িটি পাশের একটি নয়ানজুলিতে পড়ে যায়। তবে ওই গাড়ির ড্রাইভার পলাতক

vcvcb16.jpg

এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সাইকেল আরোহীর নাম শ্রীকান্ত মাইতি তার বাড়ি নন্দকুমার ব্লকের নীলকুন্ঠা এলাকায় পরে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

Adddd