নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা সনাতনী ভক্তবৃন্দদের।চন্দ্রকোনা শহরের গোঁসাইবাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে চন্দ্রকোনা শহর পরিক্রমা করে।মহিলা ঢাকি থেকে লেঠেল,কীর্তন সহকারে শঙ্খধ্বনি দিয়ে ঘোড়ার গাড়িতে রামের মুর্তি চাপিয়ে এক জমা কাল শোভাযাত্রা করা হয় চন্দ্রকোনা শহর জুড়ে।শোভাযাত্রা থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্য পায়েসের প্রসাদও বিতরণ করা হয়। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পুরুষ মহিলা সহ অগণিত মানুষের ভিড় ছিল নজরকাড়া।আয়োজকদের দাবি,৫০০ বছরের স্বপ্ন উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির স্থাপন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠা করা,সেই স্বপ্ন পুরণ হয়েছে।আজ রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠা হওয়ায় সেই উপলক্ষে আজ চন্দ্রকোনা শহরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বলে জানায় তারা।এদিনের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশি নজরদারি ছিল কড়াকড়ি।