বড় খবরঃ বাংলায় 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান! এবার দায়ের মামলা

বাংলায় 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুলিশ জানিয়েছে, গতকাল ৮বি বাসস্ট্যান্ডে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান নিয়ে পাটুলি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএসের ১৫২, ২৮৫, ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজু করা হচ্ছে এবং আন্দোলনকারীদের চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই তাদের তলব করা হবে বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত,  আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। তিলত্তমার ন্যায়বিচারের দাবিতে পথে নেমছে সমস্ত স্তরের মানুষ। যত দিন যাচ্ছে আন্দোলন তত তীব্র হচ্ছে। রবিবার রাতে ফের মশাল নিয়ে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। শুধু কলকাতা নয় রবিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও সেই আন্দোলনের আঁচ পড়ে। মুখ্যমন্ত্রী ও সরকারের সঙ্গে বৈঠকের পরও একই ঘটনা ঘটছে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে। ডাক্তাররা সুরক্ষা পাচ্ছে না বলে। এসবের মধ্যে রবিবার রাতে তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি টুইট করেন। কুণাল ঘোষ নিজের টুইটার হ্যান্ডেলে লিখেন, "আরজি করে ন্যায়বিচারের আন্দোলনে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান!!!! যাদবপুরে এরা কারা???? এদের উদ্দেশ্য কী? জুনিয়র ডাক্তাররা কি 'আজাদ কাশ্মীরের' বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না??? তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।"