নিজস্ব সংবাদদাতা: গভীর রাতে ভাঙরে (Bhangar) সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। চিত্ত ঘোষ নামে এক সবজি বিক্রেতা আহত। তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে টাকাপয়সা। আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। চিত্তর বাড়ি চালতেবেরিয়া অঞ্চলের বামুনিয়াতে।
ঘটনাটি ঘটেছে সাতুলিয়া বেলেদানা বাজার কোচপুকুর রোডের উপরে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলের হাট ও উত্তর কাশিপুর থানার পুলিশ।