পঞ্চায়েত নির্বাচনঃ বুথের ধারে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ!

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মৃত্যু মিছিল চলছে পশ্চিমবঙ্গে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ম্ন,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চায়েতে ভোটের সকাল থেকে একের পর এক মৃত্যুর খবর সামনে এসেছে। এবার আরও এক দেহ উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে। কুলতলির পশ্চিম গাবতলা এলাকায় ৯০ নম্বর বুথের কাছে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যক্তির নাম আবু সালেম খাঁ, বাড়ি পূর্ব গাবতলা এলাকায়। মৃত ব্যক্তি এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত। তৃণমূলের সন্দেহ, খুন করা হয়েছে তাঁদের দলীয় কর্মীকে। অভিযোগের তির সিপিএম ও বিজেপির দিকে।  এদিকে ঘটনার খবর পেয়ে পশ্চিম গাবতলার ৯০ নম্বর বুথ চত্বরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কী কারণে মৃত্যু, সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। এদিকে শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাপা উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছে।